এমনিতেই মরচে ধরা, টুটা,ফাঁটা
শতচ্ছিন্ন শরীরে হাজার কাটার দাগ
তারপরও এভাবে রেখে যাবার
তোমারও জাগল সাধ !
এখন ইচ্ছে হলেই বসে যেতে পারি
রাজপথের জনবহুল ফুটপাতে
কবিতা চেয়ে ভিক্ষা করতে পারি
ভাঙ্গা থালায় হাত পেতে ।
বাঁকল ছড়ানো রমণীকে বলতে পারি
একটা কবিতা দিয়া যান আপা
কবিতা বিয়ানের যন্ত্রনায়
আমার জীবন দফা রফা !
কবিতা নাহোক, অন্ততঃ দিন
সোনালুকের এক ঝুমকো হলুদ ফুল
কিম্বা বাহারি রঙের
এক ডাটা তরতাজা জারুল !
কি করে বুঝব তুমি এতোটা বিপরীত ?
যাবার বেলায় একবারও ভাবলে না,
তুমি ছিলে আমার কবিতা প্রসবাবেদনার
একমাত্র প্রেরণা ।