বর্ষা তো চলে গেল
কোথায় পুঁতেছ ক’টা গাছ ?
সামনের দিনগুলো চলবে তো
শ্বাস প্রশ্বাস ?
পরের ফুল, পরের ছায়া
পরের ফলে, ক’দিন ভায়া ?
পরের কলের অক্সিজেনে
বাড়ছে যে ঋণ দিনে দিনে
এ ঋণ সবার শুধতে হবে
কড়ায় গন্ডায় গুনে গুনে ।
প্রকৃতির আদালত বড়ই নিষ্ঠুর
এ মামলায় পাবে না উকিল বাহাদুর !