বুকেও কি সূর্য উঠে ?
দারুন চৈত্রের নিদারুন খরায় ?
বুক জুড়ে কেবল খাঁ খাঁ রৌদ্দুর
রুক্ষ চারপাশ,নিরন্তর পোড়ায় !
জবর দখলী জমিতে
বুক যেন অবৈধ নির্মিত এক প্রাসাদ
আদালতের ডিগ্রি পাওয়া পৌর শ্রমিক
ভাঙছে অহর্নিশ, হীন অবসাদ !
বুকে যেন ঢুকে গেছে
বিষাক্ত নখের ভয়াল গুইসাপ
হৃদপিন্ড ছিঁড়ে খুবলে খাচ্ছে
গোপণে পোষা প্রেমের অভিশাপ !