এক।

অণুকাব্যের অণু কথা
ভাবায় অণুক্ষণ
আলপিন পেলেই খুঁজতাম
দন্তস্য রওশন।

দুই।

আজ ‍শুভদিন
সুলভে হবে সব বিক্রি
হাতের চুড়ি কিনলে
কপালের টিপ ফ্রি।

তিন।

সুগন্ধ বিলিয়ে ফুল
রৌদ্রে শুকায়
দেখা না হলে
সম্পর্ক চুকে যায়।