আজ খুব প্রয়োজন ছিল এক পশলা বৃষ্টি !
ঘনঘোর কুয়াশা ঘেরা মধ্য মাঘের তীব্র শীতার্ত রাত,
কিম্বা ফুরফুরে বসন্তের তরতাজা ফুলে ছাওয়া বিরাট বাগান !
আজ আমার মন ভাল নেই ।
গ্রহ নেই, নক্ষত্র নেই, এক টুকরো সৌর পাথর নেই
মহাকাশের বুকে শূণ্য বিশাল ছায়াপথ,
তীরকেও ছোঁয়নি আজ সমূদ্রের কোন ঢেউ !
আজ আমি খুব একা ।
আজ আমার সমর্পিত হবার দিন !
আজ কেউ নেই,
আজ কেউ আসবে না ।
মানুষ কেবল ভুল সময়ে আসে
মানুষ কেবল ভুল সময়ে চলে যায়
সময়ের জোড়াতালি দেয়া বিচিত্র জ্যাকেট পড়ে
সংসারে সাজে সঙ !
আজ আমার নিঃশর্ত সমর্পিত হবার দিন ।
আছো নাকি কোন ষোড়শী ? ত্রিশোর্ধ রমণী কেউ ?
আজ যদি আসো-
হাঁটু গেড়ে বসে যাব বত্রিশের ভয়ংকর যুবক !