পোকা,
সে যা-ই হোক
দুধের বাটিতে ডুবে গেলে
তারও হয়
দুগ্ধস্নান !

কেবল-
দুর্ভাগ্য তার !
যার নষ্ট হল দুধ
সেই পোড়াকপালীর হয় না আর
আশার দুগ্ধপান !