এবার পাহাড়ে যাব
আর সমূদ্রে নয়,
পাহাড়ের ভূমিধ্বসে
স্বপ্নের হোক ক্ষয় !
সমূদ্র না হয়ে
হতে যদি নদী,
জেলে হয়ে থাকতাম
মৃত্যু অবধি !
পাথুরে মাটি খুঁড়ে
পেয়েছিলাম, সামান্য জল
জল ঝর্ণা হল,
তারপর নদী, সমূদ্র অতল !
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.