এক
আর যাব না তোমার বাড়ি
রূপবতী পামেলা,
প্রতিদিনই বাজাও তুমি
একটা না একটা ঝামেলা !
দুই
শরীর নাকি মোমে গড়া
কেমন করে ছুঁই
ভোরে যদি শয্যা দেখি
মোম গলা এক ভূঁই ?
তিন
যতই ওটা বড় বানাও
অত বড় নয়তো সে
ভিতরটা তার ভরা জানি
স্পঞ্জ কিম্বা কার্পাশে ।
চার
পথের পাশে দাঁড়িয়ে ছেলে
লুঙ্গিটা তার উঁচানো
বোঝাতে চায় এই কথা কি
কুমার সে যে এখনো ?