তুমি কাল এসেছিলে হঠাৎ
তার আগে পরিকল্পিত
তারও আগে নিমন্ত্রিত অতিথি
সর্বপ্রথম আগন্তুক, এবং
আজ চলে গেছ নিয়মমাফিক ।
এভাবেই সব আসে
এভাবেই চলে যায়
ফুল, পাখি, ঋতুর উৎসব !
কেবল নারী চলে গেলে ক্যানভাসে ভাসে পোট্রেট
কবির খাতায় পড়ে থাকে সুঠাম সনেট ।