কেবল তোমাকে ভুলে থাকা গেলে
বড় সহনীয় হতো পৃথিবী
ভাবনার পালকগুলো ভীষণ হালকা হতো
স্মৃতির শিলাবৃষ্টিতে ধ্বংস হতো না
হৃদয়ের ফসলী মাঠ,
কেবল তোমাকে অস্বীকার করা গেলেই
নিজেকে ঘোষণা করা যেত
স্ব-ঘোষিত সম্রাট !
কতোবার খুন হলে একজন, তাকে নিহত বলা যায় ?
কতোবার দাফন হলে, পরিত্যাক্ত হয় একটি গোরস্থান ?
কতোকাল আর বয়ে বেড়াব
পূতিগন্ধময় এই জীবিকার লাশ !
সেদিন বিকেলে তুমি এলে
আর সন্ধ্যায় দিলে, স্বপ্নের.............. !