দিন কয়েক আগে
রেস্তোরায়, শাহাবাগে
দেখা হল, কথা হল,
বোটানিক্স গার্ডেনে
সবুজ ছায়ায় কিছুটা হল খুনোখুনি,
সূর্যাস্তের সাথে সাথে
সবুজ অন্ধকার জানান দিল
দু‘জনার ঘরে ফেরার বহুল কাহিনী !
আজ রাত ঠিক বারোটায়
আছোই জানি নিজ কামরায়
ভাবলাম, হোকনা একটু কানাকানি
পর পর তিনবার কল করলাম
ক্রমাগত বেজে গেল ফোন
রিংটোন জানিয়ে দিল, তুমি সামনেই
টেবিলে বসে কষছ জ্যামিতির কঠিন হিসাব
আমি জেনেও তুমি কলটি রিসিভ করোনি ।
বুঝলাম, তুমি পাল্টে গেছ
ব্যস্ততার ফাঁকে বন্ধুত্ব বদলিয়েছ !