তুমি মৃত্যুহীন,
অজর, অমর,
চিরঞ্জীব !
শেখ মুজিব,
শেখ মুজিব,
শেখ মুজিব ।
তুমি লাল সবুজ পতাকা,
শোষিতের আলোকবর্তীকা,
স্বাধীনতার হুড খোলা জীপ !
শেখ মুজিব,
শেখ মুজিব,
শেখ মুজিব ।
তুমি জাতির পিতা,
শ্রেষ্ঠ বাঙ্গালী, সত্য, সুন্দর, সততা
স্বাধীন বাংলার চিরন্তন দীপ !
শেখ মুজিব,
শেখ মুজিব,
শেখ মুজিব !