এক

মুখে র্দুগন্ধ, মাথায় টাক
তোমার প্রেম, তার-ই থাক ।
আরো ভাল, বামন হলে
এক পালকিতে যাবে চলে ।

দুই

এতো কেন লড়েন চড়েন
রিক্সার ভিতর ভাই ?
বিষ্টির মইধ্যে এই কারণেই
ছোড়া ছুড়ির খেপ লইতে নাই ।

তিন

তুমি আমার
আয়না
মেইড ইন
বায়না ।