বিলবোর্ডের মেয়ে
জিন্স ও টি-শার্ট গায়
সারাক্ষণ থাকে চেয়ে
আমার জানালায় !
কখনো গভীর রাতে
হাসির জোছনায়
আমার আঁধার ঘর
আলোয় ভেসে যায় ।
শিয়রের পাশে বসে
কপালে বুলিয়ে হাত
ঘুম পাড়িয়ে দেয়
স্বপ্নের সঞ্জাত ।
মেয়েটির ফিগার ভাল
মুখটাও সুন্দর !
ভাবছি, ফেলব নাকি
এখানেই নোঙর ?