মানুষ মৃত্যুর দিকে যায়,
মৃত্যু আসে মানুষের কাছাকাছি,
তবুও মিত্র নয় মৃত্যু মানুষের
আমরা দু’জন চিরশত্রু ভালবেসে !
সম্মূখে নিশ্চিত বিলীন, তবুও ধায়
তীরের দিকেই ঢেউ, কেউ কেউ
অযথা লাগিয়ে ফেউ
ফেরায় নয়ন, জলে ও কাজলে ।
ঢেউয়েই ভাঙ্গন তীরের, সত্য জেনে
লুফে নেয় ঠোঁটে বিষাক্ত ছোবল
কেবল- আমার বেলায় উল্টো সকল
তোমার কাছে এসে ।