এক

বেয়াই,
আপনার মন মনে হয় উদাস !
কইলে দিমু বেয়াইনের মত
আঁচলের বাতাস !

       দুই

আজ রাতে আসতে পারি
যদি তুমি চাও,
সব যেন ঠিক থাকে
পাওনা টাকাটাও ।

      তিন

তোমার মা তো
সজাগ ,
কেমনে করবো
সোহাগ  ?