সব দিয়ে দেব
যাবতীয় সম্পদ-স্থাবর, অস্থাবর
শুধু একটু ছুঁতে দাও
তোমার ঐ গোলাপী অধর ।
সব দিয়ে দেব, সব
শরীর, স্বাস্থ্য, ঘুম
চুপি চুপি যদি দাও
একটি মাত্র চুম !
সব দিয়ে দেব
কিডনি,ফুসফুস,হৃদপিন্ড,হৃদয়
চোখ যদি চোখে
একবার কথা কয় ।
পৃথিবীকে দিতে পারি সব
রেখে তোমাকে,
তোমাতে বিলাতে পারি
নিঃশেষে নিজেকে ।