পাড়ায় যাবেন, পাড়ায় ?
কোলকাতা বা ঢাকায় ?
পাড়ায় যায়না যারা,
তারা, অনেক কিছুই হারায় !
পাড়ায় আছে প্রচুর আমিষ
মেঘনা, যমুনার ভাজা ইলিশ
সঙ্গে পাবেন তোষক বালিশ
ধরা মাথায় মজার মালিশ !
পাড়া আছে, অনেক পাড়ায়
অন্ধ গলির কোনায় কোনায়,
পাড়ায় লেখা ঘরে ঘরে-
“প্রত্যেকে আমরা পরের তরে ” ।
পাড়ায় আছে কবিতার ঝাঁপি
বাপ, বেটা, পাপী, তাপী
পাড়া যদি কেউ না চেনেন
সঙ্গে করে আমাকে নিয়েন ।
আমার ঠিকানা যদি না পান ?
গুগলের ওয়েব সাইটে যান,
ক্লিক করলেই “কবিতার আসর”
নাম পেয়ে যাবেন জয় সুন্দর ।
কোন বারে যাবেন ? কোন ভয় নাই,
শুক্র, শনি, সরকারী ছুটি নাই ।
সপ্তাহে সাত দিন, চব্বিশ ঘন্টা
পাড়া খোলা থাকে পুরো সনটা ।
পাড়ায় যাবেন , পাড়ায় ?
ইউরোপ, আমেরিকায় ?
পাড়ায় যায় না যারা,
তারা, অনেক কিছুই হারায় !