আলামত দেখিলাম ।
উভয়পক্ষকে শুনিলাম ।
বাদীকে ভীত বলিয়া মনে হইল ।
স্বাক্ষী কাঠগড়ায় দাঁড়াইয়া সাক্ষ্য দিতে
অপারগতা প্রকাশ করিল ।
তদন্তকারী কর্মকর্তার তদন্ত প্রতিবেদন
বাস্তব ঘটনার সহিত অসামঞ্জস্য বলিয়া বোধ হইল ।
বাদী পক্ষের আইনজীবি যথেষ্ট তথ্য প্রমানাদি
সহকারে আদালতকে সন্তুষ্ট করিতে পারেন নাই
বিধায়
যাবজ্জীবন দন্ডাদেশের বদলে
ছত্রিশ ধারা মোতাবেক বিবাদীকে
বেকসুর খালাস দেওয়া হইল ।