এক

তোমার বাবার মনটা খারাপ
বিয়া তাইলে টুটছে ?
এমন একখান খোঁচা কইছি
মামুর বেটা ফুটছে !

দুই

আমার সাথে প্রেম করিলে
মোটর বাইকে চড়ামু
ঘন ঘন ব্রেক করিয়া
ঢাহার শহর দেহামু ।

তিন

জ্ঞানের
কোন শেষ নাই
জ্ঞানী হওয়া
মূর্খতাই !

০৩ নং পরমাণুটি ইতোপূর্বে কোন জ্ঞানী লোকও
বলে থাকতে পারেন । নিজের কাছেই ঝাঁপসা লাগছে ।
যদি জেনে থাকেন, দয়া করে জানালে মুছে দেব । ধন্যবাদ ।