ক্লান্ত বাতাস যদি কোনদিন
ভুল করে দাঁড়ায় এসে জানালার পাশে
কিম্বা দেখো,
একা একা বিষন্ন চাঁদ ভেসে বেড়ায়
নিঃসঙ্গ আকাশে-
তুমি একটু পূজো দিও বন্ধু
ফুল নাহোক পাতায়
কিম্বা সবুজ এক মুঠো ঘাসে ।
যদি গান ভুলে যায় গানের পাখি
আমলকি বনে উঠে ঝড়
তোমার বাগানে মরে পড়ে রয়
প্রজাপতি কোন হলদে
তুমি একটু টেনে দিও বন্ধু
তোমার প্রদীপের সলতে !
ভালবাসা অভিমানী হলে
আগুন সমূদ্রে লুকায় ।
পাথর জমে জমে হয় তাজমহল
অভিমান মাটিকে পুড়িয়ে ভার্স্কয বানায়
গোলাপ লাফিয়ে মরে হাতের তালুতে
তুমি সকালে পূজো দাও বন্ধু
তোমার দেবতা কাঁদে রাতে !