ও মেয়ে, তুমি বুঝতে পারোনা কেন ?
আমি কি ভিন্ গ্রহের অদ্ভুত জীব
নাকি দুর্বোধ্য ভাষার দানব কোন ?
আমি কি জলের অচেনা মাছ ?
বিপদ দেখলেই রঙ পাল্টিয়ে
বন্ধু, হয়ে যাব সর্বনাশ ?
আমি কি ভিনদেশী শীতের পাখি ?
ইচ্ছেমত ধান খেয়ে চলে যাব
কৃষকের ঋণ রেখে বাকী ?
আমিতো তোমার মতই মানুষ ।
শুধু হাওয়ায় উড়িয়েছি, আজন্ম প্রতীক্ষার
স্বপ্নে গড়া এক রঙিন ফানুস !