সবুজ পুড়িয়ে এ দেহে ধরেছি আগুন
তপ্ত কঁড়াইয়ে সমূদ্র সেঁকে নিয়েছি গাঢ় লবণ
বন্য আদিমতা ! মাটির শরীরে সে তো আছেই ।
তুমি কি মাটির ক্ষমতা জান না ?
সমূদ্রের কীর্তি দেখোনি কোনদিন ?
আগ্নেয়গিরীর জ্বালামুখে বিধ্বংসী লাভার স্রোত
সব ধ্বংস করে আবার কি করে সাজায় পৃথিবী ?
খু-ব রেগে যেতে পারি একদিন !
যা কিছু পাই ঘরে
ভেঙ্গে চূড়ে ফেলে দিতে পারি বহুদুর ।
ষোল কোটি মানুষের বত্রিশ কোটি বালিশ
ফেলে দিতে পারি রাস্তায়,
একটা গাড়ীও আর গ্যারেজে যাবে না
একটা প্রাণীও যাবে না শয্যায় ।
যদি চাই, জরায়ু ফাটিয়ে এক রাতেই করে দিতে পারি
চিরবন্ধ্যা ।
সামনে খারাপ সময়
সাবধানে থেকো,
যে কোন দিন রেগে যেতে পারি খু-ব !