উত্তর মেরু
আমার বাবার ম্যালা টেহা
বত্রিশটা চাকর,
আমার জন্য খুঁজছেন একজন
বেকার কারিগর ।
আছেন নাকি আপনে ?
খাঁড়াইয়া যান লাইনে ।
দক্ষিন মেরু
বাবা হতে ইচ্ছা করে
পেট পাই না ভাড়া,
যার কাছে যাই বিয়ে করার
তাগিদ দিচ্ছেন তাঁরা ।
বিয়ে করলে মিটবে জানি
মনের গোপণ আঁশ
বউ এর সাথে যৌতুক পাব
সাড়ে বার হাত বাঁশ !