একটি কবিতা ভাঙ্গতে পারে একটি সংসার
একটি কবিতা কাঁপিয়ে দিতে পারে এক সরকারের ভিত
একটি কবিতা তুলে আনতে পারে সৃষ্টির অনাদি অতীত
একটি কবিতাই হতে পারে জাতির অহংকার !
একটি কবিতায় নোবেল আনে, এক কবিতাতেই কবি
একটি কবিতায় শৃঙ্খল ভাঙ্গে, এক কবিতায় স্বাধীনতা
এক কবিতায় শেখ মুজিবুর হয়েছেন জাতির পিতা
একটি কবিতা গান হয়ে গেলেই এক জাতি হয় বিপ্লবী ।
এখন কবিতা চাই ঘুম ভাঙ্গানিয়া, রই রই জাগানিয়া
এখন কবিতা চাই তুমি,আমি, আমি,তুমি,আমরা বিহীন
এখন কবিতা চাই হৃদ কাঁপানিয়া, ভন্ড, প্রতারক মুখোশহীন
এখন কবিতা চাই অসৎ, বাটপার আর অন্ধকার তাড়ানিয়া ।
একটি কবিতা লিখ কবি, পাপ, তাপ, যেন চলে যায় দূরে
একটি কবিতা লিখ, যেন মানবতা জাগে মানুষের অন্তরে !
বাংলা কবিতার রবীন্দ্র,নজরুল আর শামসুর রাহমান
আমরা কি পারব তাঁদের মতো হতে অমর কীর্তিমান ?
শওকত আলী বেণুর জন্য ।