তোমার লগে প্রেম কইরাছি
করি নাইতো সর্বনাশ !
তোমার বাবা দেখলেই কয়
আমি নাকি বদমাইশ !
কইয়া দিও, তোমার বাবার
লুঙ্গি দিয়া টান,
পথের মইধ্যে ভেডাইয়া দিমু
যা আছে সম্মান !
তোমার জইন্যে এই জীবনে
আইব না আর ঘর,
পথের মইধ্যে তোমার বাবা
হইলে দিগম্বর !!