আয় সুন্দর আয়
আমার ছোট্ট নায়,
তোকে নিয়ে যাব আমি
গহীন দরিয়ায় !
ডুব সাঁতারের শালুক দেব
নীল পদ্মের পাঁপড়ি দেব
শাপলা পাতার শয্যা দেব
ঢেউয়ের বিছানায় !
আয় সুন্দর আয়
আমার আঙিনায়,
বসতে দেব সোনার পিঁড়ি
নরম বিছানায় !
চাদর পেতে বালিশ দেব
হেলান দিতে বুকটি দেব
তালের পাখায় বাতাস দেব
নুপুর দেব পায় !
আয় সুন্দর আয়
আমার ঘরে আয়,
নাকে হীরের নোলক দেব
আলতা দেব পায় !
হাতে সোনার চুড়ি দেব
গলায় মোতির মালা দেব
জামদানী এক শাড়ী দেব
মোগলী নক্সায় !
আয় সুন্দর আয়
আমার নীল শয্যায়,
গান শুনিয়ে ঘুম পাড়াব
পরম মমতায় !
ঘুমের ভিতর স্বপ্ন দেব
চাঁদের বাগান, ঝর্ণা দেব
হলদে পরীর বাহন দেব
নীলের মোহনায় !
আয় সুন্দর আয়
আমার কাছে আয়,
ভালবাসার রঙ মাখাব
তোর সারাটি গায় !
চতুর্দশী সনেট দেব
মোহন সুরের কাব্য দেব
অমর করে রাখব তোকে
আমার কবিতায় !
আয় সুন্দর আয় !
আয় সুন্দর আয় !!