০১
একটা দিনও কইলানা তো
তরকারিটা কেমন ?
ঠিকঠাক মত পড়ে কিনা
মরিচ, লবন ?
০২
দিনের বেলা অফিস করো
রাইতে চালাও গাড়ী,
একলা রাইখা কেমনে যামু
নাইওর বাপের বাড়ী ?
০৩
রিক্সাওয়ালা রিক্সা চালায়
মাঝি এ বায় নাও,
তোমার মতো কে বোঝে আর
সকল কামের ভাও ?
০৪
দিনের বেলা সেলোয়ার কামিজ
রাইতে পড়ি ম্যাক্সি,
বেয়াক্কলটা ডরে পলায়
একটা মাইরা ভেচকি !
০৫
তুমি আমার
কর্তা,
গরম ভাতে
ভর্তা ।