পঞ্চান্নর পুরুষ
তেত্রিশের যুবতী,
উঠলই যদি মেতে
কি এমন তাতে ক্ষতি ?
মন যদি চায়
আকাশে উড়তে,
না-ই থাকল ডানা
দোষ কি ঝাঁপ দিতে ?
ঝাঁপ দিলে হয়ত
আসবে মরণ !
ভালবাসলে করতে হয়
তাকেও বরণ ।
সাহসী মেয়েটি জানে
পুরুষটি অভিজ্ঞ,কামাতুর !
তাহলে থাকবে কেন ভয়
নিন্দা ও মৃত্যুর ?
পঞ্চান্নর যুবক
তেত্রিশের কিশোরী,
চলতে চলতে
হয়, অরণ্যচারী ।