সন্ধানীকে চক্ষু দিলাম, শিক্ষার্থীদের দেহ
হৃদয় লিখে দিলেম তোমায়, জানবে না আর কেহ ।
মরার পরে বুকটি চিরে হৃদয় ছিঁড়ে প্রিয়
কাটতে যদি ডরাও, একজন কসাই ডেকে নিও ।
না ফোঁটা এক গোলাপ পাবে তাজা রক্তে মাখা
দেখতে পাবে সমস্ত গায় তোমার-ই নাম লেখা ।
হাজার টুকরো করো যদি হৃদয় কেটে কেটে
হাজার কন্ঠে তোমার-ই নাম উঠবে ডেকে ডেকে ।
জানবে তখন এই হৃদয়টা তোমার জন্যই ছিল
সত্য ছিল আমার প্রেমও ওজন এক’শ কিলো ।
তোমার ছিল পাঁচ’শ কিলো অবিশ্বাসী মন
কেমন করে চিনবে বলো কে ছিল আপন ?
হৃদয় কেটে চোখে দেখে মিটে যদি আশ ,
আমায় ভেবে ফেলো তখন একটা দীর্ঘশ্বাস !
তবেই আমি আলোর তারা উর্ধ্বাকাশে হবো
পৃথিবীকে চিরটাকাল আলো দিয়ে যাবো ।