০১
ঐ ছেমরা, কইষ্যা মারুম
দুই গালে দুই চড় !
আবার যদি হাত দেস
তুই, আমার গতর ।
         ০২
মিত্র কইল, দাস নাকি
ঐ কামে খুব পাক্কা
কালই গেল দুইটা ঘন্টা
এক্কেবারে ফক্কা !
         ০৩  
এত্ত বড় পোলা হইছস
কিচ্ছু শিখছ নাই,
তোর মায়ে কি হাঁস মোরগ
কিছুই পালে নাই ?
         ০৪
ঐ দেখা যায় তালগাছ
কালি বগার ছা
কইতে পারবি তোর বাপে
বিয়া করছে কা ?