গার্মেন্টেসে কাজ করে মেয়েটি
সারাদিন দুধবান চাষের গাভী
ঘরে ফিরে জড়িয়ে ধরে শিশু সন্তান
মায়ের শরীর যেন হয় মৃগনাভি !
শিশুর জন্মের আগেই পিতা উড়ু উড়ু
সব কাজে কেবল যাই যাই
জন্মের পর একদিন কাজের ছলে
সকালে বের হয়ে আর ফিরে নাই ।
মেয়েটি বুঝে গেছে কার্যকারণ, কারসাজি
অকারন ঘুরে ঘুরে স্বামী খোঁজে নাই
অভাগা সন্তান জন্মের পর
জীবিত পিতার মুখ দেখে নাই ।
শিশুটি বড় হয়, মায়ের বোঝা বাড়ে
অর্ধাহারে, অপুষ্ঠিতে শরীরে রোগ বাঁধে বাসা
ক্রমাগত ছোট হতে থাকে শিশুর পৃথিবী
শুকিয়ে চিরতা হয় জীবনের সব আশা ।
একদিন সব ভুলে শিশু ফেলে জননী তার
ঘুম ভাঙ্গার আগেই দেয় পাড়ি
অচেনা পুরুষ এসে ভোরে শিশু নিয়ে যায়
পরদিন রাজপথে বাড়ে এক নতুন ভিখারি ।
শিশু বুঝে গেছে পুরুষটি কে
কোনদিন জানতে চায়নি নাম
ভিখারির আবার পিতা লাগে নাকি
হোক সে কেষ্ট বা বলিষ্ঠ জয়রাম !