“এইখানে পস্রাব করিবেন না, করিলে
একশত টাকা জরিমানা ”
পরীক্ষা করে দেখেছি কয়েকবার
আসলে কিছুই না, ওটা স্রেফ প্রস্রাবখানা ।
“এইখানে পেশাব করিবেন, না করিলে
পন্চাশ টাকা জরিমানা ”
তাও পরীক্ষা করে দেখেছি
আদতে কিছুই না, কথার বাহানা ।
হেভী ওয়েট লোকের অনেক হালকা কথায়
বোকারও বুক ভরে উঠে অসীম বেদনায়
পাগলের কথা শুনে অবাক হই কখনো কখনো
কথার দেশের কথার মানুষ কথার কথা শোন-
এমন অনেক কথা আছে, এই দেশে
কথারা কেবল হাওয়ায় ভাসে,
কথারা সতেজ, কথারা থাকে অমলিন
কথায়ও যেন মাখা হয় খাঁটি ফরমালিন ।