বদলে ফেলেছি চুলের কাটিং, পোষাক আষাক,
কোল বালিশের তুলো,
ঝেড়ে ফেলেছি কাপড়ের ভাঁজে জমা
আলমারির সব ধুলো ।

বদলে ফেলেছি নাম, লিঙ্গ পরিচয়
সেজেছি নপুংসক,
আর হব না পরাগ রেণু
তোমার বাগানের পুষ্পক !

                             (সংক্ষেপিত)