বর্ষা এসেছে এবার শেষ জ্যৈষ্ঠে
বহু পথ পাড়ি দিয়ে যেন বহু কষ্টে !
পরিশ্রান্ত শরীরে এনেছে ভ্যাপসা গরম
তাইতো ফোটেনি এখনো হলুদ কদম ।
এখনো ভেজেনি মাটি, হয়নি কাদা
এখনো রাধা কে হয়নি শিউলি সাধা ।
মাঠে ঘাটে জল নেই, বর্ষা কোথায়
বর্ষা কি বাংলা থেকে নিয়েছে বিদায় ?
শিলাইদহে কুঠি বাড়ী আছে, নেই শুধু সেই বৃষ্টি
দাঁড়ালে জানালায় অঝোর ধারায় আটকে যায় না দৃষ্টি
হিজল কাঁদে, তমাল কাঁদে, কাঁদে নদী ও নালা
অন্ধ গলির বন্ধ ঘরের কাপড় উল্টানো বালা
মাঠে ময়দানে, নৌকার গুনে নেই আগের সেই রুপ
মাটি কেটে চোর খালকে করেছে অন্ধ মৃত্যুকূপ !
বর্ষা তুমি আসো জীবনানন্দ, নজরুলের বাংলায়
উজানের বাঁধ ভেঙ্গে পদ্ম, শালুক আর শুভ্র শাপলায়।
বর্ষার আয়োজন ০১