এলোচুল উড়িয়ে, শরীরটা দুলিয়ে
পথ-ঘাট কাঁপিয়ে, এভাবে কে যায় ?
হাতের শিঞ্জন, পায়ের নিক্কন
কোমরের বাজুবন্ধ বাতাস মাতায় ।
হাতে তার ফুল, জুঁই না বকুল
করে নাকি ভুল, কোথায় বিলায় ?
ঠোঁটে বাঁকা হাসি, ভুবন গ্রাসী
মহা সর্বনাশী, কাকে যে ডুবায় ?
আসরের বন্ধুরা, চেন নাকি তোমরা
কোন সে ভোমরা ডাকছে তাকে ?
সে ও দেখি ছুটছে, কিসে যেন কাঁপছে
মদিরায় ভাসছে আনন্দালোকে ।
ও কি সেই দারুচিনি ? আন তবে কিছু পানি,
ডুবায়ে শরীরখানি, শীতল হোক
তারপর একে একে, খুলে নাও অঙ্গ থেকে
বিছা, ফুল, নুপুর ও নোলক ।