আমার যারা সুহৃদ, বন্ধু
এবং সমালোচক,
এক পক্ষ বা চোখ হলে
অন্য পক্ষ অবশ্যই ডান চোখ।
সবার মন্তব্যই খুব
মনোযোগ দিয়ে পড়ি
মুখোমুখী আড্ডা হবে একদিন
এমন স্বপ্নও বুকে লালন করি।
আমি কবি নই, যা কিছু লিখি
সবই মনের আবেগ
মনকে রাখিনি বেঁধে, তাই ছুটে যায়
মনের ভাবাবেগ।
আমি খুবই ব্যস্ত
তাই এতোটা নিশ্চুপ
বন্ধু হতে এসেছি
প্রয়োজনে হব পূঁজোর ধুপ।
জবাব লিখিনা কাউকেই
কেননা, কথায় কথা আনে,
এতকথা বলার সময় কই ?
এমনিতেই আধপাগলা কথার টানে।
আপনাদের মন্তব্য
অবশ্যই কামনা করি।
দোয়া রাখবেন,
যেন পাশাপাশি থাকতে পারি।
তারপরও কথা হবে,
হবে দেখা
যদি কেউ আসে, বৃন্দাবনেে
একা একা।