তুমি কি পড়েছে কবিতাটি?
সূর্য ডুবে যায়,
মোহনীয় জোছনায়, কি সুন্দর
পরিপাটি, আবার নিজেকে সাজায়
পৃথিবী, ফোটাবার তরে ফুল !
সকালে সূর্য উঠে, বর্ষায় জলে ভরে যায়
ক্ষেত, ঋতু বদলায়, পাল্টায় হাওয়া।
লক্ষ কোটি তারা, হাজার
লক্ষ কোটি গ্রহ নিয়ে অবিরাম চলছে পথ।
কোথাও কি জট আছে ?
তারা আইন মেনে চলে, নিজ নিজ
কক্ষ পথে কোটি মাইল গতিতে প্রতিদিন।
আইন আমাদেরও আছে, আইন ভাঙ্গার
পথ আাছে, আছে ফ্লাইওভার।
তারপরও হাজার ঘন্টা আটকে থাকি পথে।
আসলে, মানুষের জন্য ফ্লাই ওভার রাখতে নেই।
আমাদের শোক দিবসে
মিলাদ মাহফিল হয়, খিচুরি বাটা,
কোথাও বা প্যাকেটজাত সুস্বাদু শোক
ঘরের মানুষের জন্য
হাতে করে আমরা নিজেরাই নিয়ে যাই ঘরে।
আসুন, সমস্বরে স্লোগান তুলি
প্রতিটি অপমৃত্যুর জন্য একটি করে শোক দিবস হোক
প্রতিটি শোক দিবসে ঘোষিত হোক সরকারী ছুটি।
মানুষের জন্য আর ফ্লাইওভার নয়, কোন সেতু নয়।
কেননা, মানুষের জন্য
উপরে উঠার শর্টকাট কোন রাস্তা রাখতে নেই।