কেমন যেন লাগে!
চারদিকে শুধু ভয়
ভাই, বন্ধু, বেড়াদার
আত্মজকেও অপরিচিত মনে হয়।
এ শহরে যেন মানুষ নেই
শুধুই লোকে ঠাসা
এলোমেলো ঘরবাড়ি
একটিও নেই বাসা।
কেবল আতঙ্ক, অপহরণ
গুম গুম ভাব
নেকড়েরাও যেন মেনে নিয়েছে
শেয়ালরাই তাদের বাপ !
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.