মাঝে মাঝে তুমি কল করো গ্রামীনে
আমার মোবাইলে সেভ করা এয়ারটেল
শুনেছি একটি নাকি বাংলালিংকও আছে
ক্ষতি কি থাকলে সাথে রবি ও সিটিসেল ?
খুবই উত্তপ্ত পৃথিবী এখন, বৃষ্টিহীন বৈশাখ
ঘাম নিঃসৃত ক্লান্ত শরীর, ঢুলু ঢুলু ঘুম চোখ
শুকনো ঘাসের বনে ওৎপাতা জায়ান্ট মিলিবাগ
অথচ কি হিংসাতুর জাগ্রত পুরুষ্ট তোমার বুক!
শুনেছি অনেক সুযোগ সুবিধা সরকারী টেলিটকে
নাগরিক হিসাবে তোমারও আছে পূর্ণ অধিকার
ওটাও একটা কিনে নিও বন্ধু
বলাতো যায় না, কার জন্য কখন কোনটা দরকার?