একটা কবিতা তোমার জন্য
একটা কবিতা আমার
তাইতো গড়েছি বালির সমুদ্রে
জটিল কবিতা খামার।
কবিতাকে যত আদর করি
কাছে যেতে চাই যত
খামার ছেড়ে বন বাদারে
দৌঁড়ায় সে অবিরত।
এখন সবাই কবি
পড়ার মানুষ নাই
কবিরাই কবিতা পড়ে
আমজনতার কেবল খাই খাই।
পিয়ন টুল উঠে গেছে কবে
প্রত্যেকের আছে চেয়ার
কবিরাই কেবল ধরে রেখেছে
ফুটপাতে বসার অধিকার।
কবিতারা এখন আমাকে দেখে হাসে
মরা গাঙে রোজ বালিহাঁসের লাশ ভাসে।