বুকের ভিতর বিরাট নদী
মুখটা দেখায় মলিন
গভীর রাতে বাজে বুকের
জলের ভায়োলিন !
নদীটা তার জলের আধার
একটাও নাই ঢেউ
তীর ভাঙ্গে না, পাড় ভাঙ্গে না
খোঁজ রাখেনা কেউ ?
তাইতো মেয়ের দু’চোখ ভরা
জলজ অভিমান !
ভর শ্রাবণের আকাশ ঢাকা
মেঘের সমান ।
কবিতাটি শতরূপে ভালোবাসা বইয়ে প্রকাশিত হয়েছে।
The poem was published in the book শতরূপে ভালোবাসা.
শতরূপে ভালোবাসা প্রকাশনী: জাগৃতি প্রকাশনী |
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.