: এই ফুলওয়ালা,
তোঁড়া বানাও
যেন হয় বিরাট কলসী,
বিকেলে দাওয়াত আছে
নিমন্ত্রন করেছেন
শামা ফারসি ।
কলসী হবে কেবল ফুলের
গলায় ক’টি ডাটা
কাঁখালে নিলে কনুইয়ের চাপে
যেন পাঁপড়ি না যায় বাঁটা !
: কলসী তো স্যার মাটিতে রাখলেই
পাঁপড়ি থেঁতলে যাবে
ফুলের কলস তখন কি আর
শামার পছন্দ হবে ?
: ওই বেটা মূর্খ, তর্ক করিস
জানিস শামা কে ?
বাংলা কবিতার রাণী মৌমাছি
কবিতার মৌচাকে ।
: হয়েছে হয়েছে থাক্, রাখেন আপনার
সাহিত্য, কবিতা, রাণী
ঠিক পাঁচটায় নিয়েন, কিছু অগ্রীম দেন
সুতো,খড় কিনে আনি ।
: খড় কেন হবে ? কেবল ফুলে
হয় নাকি তোর তোঁড়া ?
মুখে ফট্ ফট্ কাজে ভ্ট্ ভট্
ওরে ও হতচ্ছাড়া !
: শামা যদি হয় কবিতার রাণী
কবিতা তো শব্দের ঘর,
দেবতার শরীর, সে-ও অর্ধেক মাটি
অর্ধেক তার খড় ।
( গত ০২/০৬/২০১৪ তারিখে প্রচারিত আমার “সর্টকাট” কবিতা পড়ে শামা ফারসি তাঁর পাতায় আমাকে আমন্ত্রন জানিয়েছিলেন । সে আমন্ত্রনের প্রেক্ষিতে লিখিত নৈবদ্য আজ প্রকাশ করলাম । অবশ্য এখন আর এর কোন মূল্য নেই কোথাও । ধন্যবাদ সকলকে।)