এক

ঈদের শপিং এ যাব,
দুই হাতে ব্যাগ নিয়ে পিছু পিছু ঘুরব,
তোমার পছন্দেই সব কেনা-কাটা
                       এমন কি কালার-
দোকানীকে মুচকি হেসে
আমায় চেয়ে একটু কেশে
উপস্থিত জনতাকে বুঝিয়ে দেবে
               আমিই তোমার ভাতার ।

                    দুই

শুনলাম, তোমার স্বামী নাকি ডাক্তার ?
                   চাকরী করে কুয়েতে ?
তোমার সাথেই প্রেম করা যায়
                    এক্কেবারে নিশ্চিন্তে !

                     তিন

তোমায় দিলাম মন
              প্রানটা দিলাম তাকে
তুমিও যেমন করছ লালন
              কাজের ছেলেটিকে ?

                      চার

তোমার বয়স, আমার বয়স
                    ফারাক মাত্র নয়,
তবুও লোকে তোমায় বুড়ি
                    আমায় বুড়া কয় ।

                      পাঁচ

তুমি থাক ধানমন্ডি,
                আমি রায়েরবাগ,
এটাই ছিল আমার বাবার
                মস্ত বড় পাপ !