প্রত্যেক লেখকের একটা প্রেমিকা থাকেই।
ভাবনায় প্রেমের সৃষ্টি হয়
ভাবনায় বিচ্ছেদে বিরহ বৃষ্টি হয়
ভাবনায় আবার পরিণয়
ভাবনাতেই প্রেমিকা অবহেলায় পড়ে রয়।
প্রত্যেক লেখকের একটা প্রেমিকা থাকেই।
হৃদয়েতে তার কব্জা হয়
হৃদয় জুড়ে এলোপাথাড়ি খেলা হয়
হৃদয়েতেই প্রেমিকাকে ভালোবাসে
হৃদয়েতেই উন্মাতাল হয়ে করে অভিনয়।
প্রত্যেক লেখকের একটা প্রেমিকা থাকেই।
লেখাতে যার সৃষ্টি হয়
লেখার মাঝেই ভালোবাসার উদয়
লেখাতেই মাখিয়ে দিই ফুলের সুভাসে
লেখাতেই বিনাশ; নেই কোনো সংশয়।