. রাস্তার মোড়ে ছড়িয়ে থাকা
কৃষ্ণচূড়াটাও সাক্ষী দিবে।
কত গোধুলী কাঁটিয়েছি,
প্রকৃতিকে সাক্ষী রেখে কত—
করেছি পবিত্র পাপ!
শেষ বিকেলেও তোমার অল্প প্রেমে
করেছি কি বিলাপ?
কেন হঠাৎ তোমার ভালোবাসারা
রুপান্তর হলো? বুঝি—
এগিয়েছো একধাপ!(?)
কোনদিন যদি হঠাৎ
আমার ভালোবাসা বুঝতে পারো,
তোমার ভুল তুমি খুঁজতে পারো,
রেখে যেয়ো তোমার—
ভালোবাসার ছাপ।
যদিও সম্মতি দেবো না,
আমি উন্মাদনায় মাতবো না।
নীরব হয়ে থাকবো তবু
ভালোবেসেছি তাই সে মায়ায়—
দেবো না অভিশাপ।
প্রশ্নবিদ্ধ করলে আমায়,
নিজেই নিজেকে ধিক্কার দেই!
এটাই তবে প্রাপ্য ছিলো?
তোমায় ভালোবেসে কি তবে—
পাপ করেছি পাপ?