সে বলেছিলো খুব অনুনয়ে—
রাখো আমায় তোমার করে
যেমনে চালাবে চলবো আমি
যেমনে বাঁধবে জড়াবো আমি
যেমনেই বলো—কঠিন স্বরে।
আমি সহসায় ছেড়েছি তারে—
অনুতাপ তার দু'চক্ষু পাথারে
তার অনুনয় বলে দিয়েছিলো
যে বর্তমানে ভুল করতে পারে
সে ভবিষ্যতেও ডুবাবে আঁধারে।
আমি বলিনি কোনো পরিহাসে—
তুমি তারই হাতের পুতুল হবে
যে তোমায় নিয়ে সদা খেলবে
ভালোবাসার মানুষ তো কেবল
ভালোবাসাকেই ভালোবাসবে।