এখনো সামনে তাকিয়ে নাম ধরে ডাকি
হ্যাঁ কখনো জেগে কখনো রাতের স্বপ্নে
দিনরাত্রি সবসময় শুধু দিয়ে যাও ফাঁকি
তবু তোমার শেষ চিঠি রেখেছি অতি যত্নে।
জমা আছে প্রেমের সব শব্দলিপি'র মেলা
'মনে পড়ে আজো ডুবোচাঁদ দেখেছি মিলে
কাটিয়েছি কত-প্রতিনিয়ত মধুর সন্ধ্যাবেলা
মিশেছি খুব!' তারপর তুমিই হারিয়ে গেলে।
সেদিন এমন ভাবিনি একা মিটে যাবে তুমি
স্বল্পকালের এই জনমে পুরোটা পথ বিচ্ছিন্ন
সঙ্গী ভেবে সাথে নিতে যদি একটু ভেবে-দামী
প্রেমের জন্য জীবন হতো ধন্য-সার্থক-অনন্য।
বহুকাল পেরিয়ে এসেছি শূন্যতা বুকে নিয়ে
চারপাশে কত লোকালয় হয়েছে ধীরেধীরে
তবু লাগে চিরকাল মরুভূমিতে আছি শুয়ে
অপেক্ষারত! হৃদয় বলে তুমি আসবে ফিরে।