আমি কী?
আমিও আর দশটা প্রেমিকের মতো
প্রেমিক ছিলাম তোমার কাছে!
তুমি কী?
তুমি অন্য দশটা প্রেমিকার মতো
প্রেমিকা ছিলে না আমার কাছে!
পরিশেষে—
তুমি আমার উদ্বেগ হলে,
আমি তোমার আবেগ হলাম।
তুমি সবার প্রেমেতে মাতোয়ারা
আর আমি তোমাতে আত্মহারা।
তুমি বিলিয়ে দাও সাড়া শহর
আমার বয়ে যায় তুমিময় জলধারা।
তুমি খুঁজে চলো শুধুই প্রেম,
আমি বাঁধিয়ে রাখি শুধুই তোমার ফ্রেম।
তুমি রোদের মতো ছড়িয়ে পড়ো
আমি তোমার নামেই কুলহারা।
তুমি বারণ করো না কাউকে
আমি তোমাকে খুঁজি একঝাঁকে।
তুমি আর আমিতে কতো অমিল
তাই হিসাবের খাতাও গড়মিল।
তোমার হিসেব মিলে না ভালোবাসায়
আমি প্রেম চাষাবাদ করি নতুন আশায়।
তুমি সহসাই খুঁজে চলো রঙিন
আমি ভালোবেসে চলি রং-বিহীন।