তুমি সুশ্রী,
আমি বিশ্রী!
তুমি উদার মনের
আমি শত জনের!

মন মিলে গেছে কবে সেই
মানসিকতা শুধু ধরাশায়ী!
হাত বাড়ালেই প্রেমে যেই
ভালোবাসা হুট শয্যাশায়ী।

হায় নির্বোধ!!

তোমায় বলছি প্রিয়ে,
বুঝলে নাতো কিছু?
উলটো করেই ভাবো
বুঝলে হবে মাথা নিচু।